ভারতীয় নির্মাতা বিশ্ব রায়ের ‘ঘুম বারান্দা’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া চমক। দুই দেশের বাঙালির আত্মিক সম্পর্ককে উপজীব্য করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে এক তারকা অভিনেতার স্ত্রীর চরিত্রে পাওয়া যাবে তাঁকে।
চমক জানান, এতে এক সুপারস্টারের স্ত্রীর ব্যক্তিগত জীবনের সংগ্রাম তুলে ধরা হয়েছে। ভারতীয় পরিচালকের সঙ্গে এটি আমার প্রথম কাজ, অল্প কিছু দৃশ্যের শুটিং হয়েছে।
অভিনেত্রী রুকাইয়া চমকছবি: ফেসবুকসিনেমাটি নিয়ে পরিচালক বিশ্ব রায় বলেন, ‘প্রযুক্তির কল্যাণে যোগাযোগ খুব সহজ হলেও আত্মিক সম্পর্কই মূলত মানুষকে আপন করে তোলে। দুই দেশের বাঙালিরা একে অপরকে কাছাকাছি টেনে নিতে পারি হৃদয়ের কারণে। একুশে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ বাংলাদেশে উদযাপিত হলেও কলকাতার বাঙালিরা তা হৃদয় দিয়ে উপলব্ধি করেন। আবার শান্তিনিকেতনে বসন্ত উৎসবে বাংলাদেশের মানুষেরা ছুটে যান।’
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ